শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জের মনাকষাতে তুলার গুদামে আগুন, ক্ষতি ২৪লাখ টাকা

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ২০ এপ্রিল, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    শিবগঞ্জের মনাকষাতে তুলার গুদামে আগুন, ক্ষতি ২৪লাখ টাকা

    শিবগঞ্জের মনাকষাতে তুলার গুদামে অগ্নিকান্ডে প্রায় ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দাবি প্রায় সাড়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং  ২৫লাখ মূল্যের  মালামাল উদ্ধার করা হয়েছে।  এঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মীকে স্থানীয় ক্ষুদ্ধ জনতা  শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে জানা গেছে।

    তুলার গোডাউনের মালিম আতাউর রহমানের ছেলে সুমন  ও স্থানীয় জনতা জানান, মঙ্গলবার সকাল  ৮টার দিকে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হলে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের দুটি টিম  সকাল  ৮ টা ৪০ মিনিটে ঘটনাস্থলে   উপস্থিত হয়ে দুই ঘন্টাব্যাপী  চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।  সুমন জানায়, অগ্নিকান্ডে  ১০লাখ টাকা মূল্যের  ৯০হাজার কেজি তুলা,  সাড়ে ৪লাখ টাকা মূল্যের  ২টা ঝুট মেশিন(তুলা ধুনা মেশিন) ৪লাখ ৮০হাজার টাকা মূল্যের  ৮০বান্ডিল টিন,  ৪৫হাজার টাকা মূল্যের  বিদ্যুতের মিটার,  আড়াইলাখ টাকা মূল্যের ২শ  গজ বিদ্যুতের তার ও প্রায়  ৫০হাজার টাকা মূল্যের বাঁশ সহ আরো অনেক কিছু পুড়ে ভস্ম হয়ে গেছে ।  সব মিলিয়ে প্রায়  ২৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ার অজুহাতে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ফায়ারসার্ভিসের মুকুল নামে এক কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।  তবে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ  এটি অস্বীকার করেছেন।  ফায়ার সার্ভিসের টিম লিডার ও শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসের অফিসার ইনচার্জ রজব আলি জানান, সংবাদ পাওয়া মাত্র দুটি টিম নিয়ে ঘটনা স্থলে এসে প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিভানো সম্ভব হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় সাড়ে ১২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং  ২৫লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।   

    এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রতিবেদন পাঠালে আমি সেটিকে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট  পাঠাবো । তারা এব্যাপারে প্র্য়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।




    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ এপ্রিল, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন