শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জের খাসের হাট-কানসাট ব্রীজে রাস্তা সংস্কারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ১৬ এপ্রিল, ২০২২ ০৩:৫৪ অপরাহ্ন

    শিবগঞ্জের খাসের হাট-কানসাট ব্রীজে রাস্তা সংস্কারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    শিবগঞ্জে রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হলেও তদারকীর কেউ নেই। ৩নং ইটের খোয়া দিয়ে চলছে রাস্তা সংষ্কারের কাজ। থাকছে তার মধ্যে খোয়ার গুড়া। বালিগুলো নিম্ন মানের। ভিজানো হচ্ছে না ঠিকমত।

    সরেজমিনে বিনোদপুর খাসের হাট হতে কানসাট ব্রীজ পর্যন্ত প্রায় দেড় কোটি ব্যয়ে  ৫ কিলোমিটার রাস্তার কাজ সংস্কারে দেখা গেছে রাস্তা তদারকির কোন লোক নেই। শুধু শ্রমিকরা কাজ করছে। বালুগুলো নিম্নমানের। পানি দিয়ে ভিজানো নিয়ম থাকলেও  ঠিকমত ভিজানো হচেছ না। খোয়ার মধ্যে ময়লা যুক্ত খোয়ার গুড়া রয়েছে। নিয়ম অনুযায়ী খোয়া গুলো ১নং ইটের হতে হবে।

    কিন্তু সরজমিনে দেখা গেছে খোয়াগুলো বেশির ভাগই  ২ নং ও ৩নং ইটের । তাছাড়া রোলিংয়ের ব্যাাপারে কিছুটা হলেও দায়সারা ভাবে করছে। বিনোদপুর খাসের হাট এলকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ঠিকাদার স্থানীয় কয়েকজন মাস্তানকে ম্যানেজ করে রাস্তার কাজ খারাপ করছে। আমরা শতবার অনুরোধ করলেও আমাদের কথায় কর্ণপাত করছে না। তারা আরো বলেন, ঠিকাদার নিজের ভাটা থাকায় অকেজো ইটগুলো রাস্তার কাজে ব্যবহার করছে। তাড়াহুড়া করে রাস্তার কাজ সমাপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বালূ ও খোয়ার পরিমাণে অনেক কমবেশি করা হচ্ছে।

    অফিস সুত্রে জানা গেছে, বর্তমান ঠিকাদার অন্য একজন ঠিকারদারে নিকট হতে এ রাস্তার কাজটি কিনে নিয়েছেন। রাস্তার শ্রমিকদের জিজ্ঞাসা করলে তারা বলেন, ম্যানেজার  কিছুক্ষণ আগে ছিলেন, এখন কোথায় আছে  তা বলতে পারবো না। তাদের কাছে ফোন নম্বর চাইলেও তারা দিতে পারে নাই। এব্যাপারে সংশ্লিষ্ট রাস্তা সংস্কারের ঠিকাদার তফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি জানান, রাস্তার কাজে কোন অনিয়ম হচেছ না। সব ঠিক আছে। এক রাস্তার পরিমাণ ও বরাদ্দের পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, সিডিউল আমার কাছে না থাকায় তা বলতে পারবো না। খুব দরকার হলে অফিস থেকে নিতে পারেন।  

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লেস দিয়ে রাস্তার কাজ করছি। সঙ্গে আরো শেয়ারদার আছে। তবে আপনি সন্ধ্যারর পরে যোগাযোগ করবেন। কেন যোগাযোগ করতে হবে এমন প্রশ্ন করলে তিনি বলেন, এত কথার উত্তর দিতে পারবো না বলে ফোন কেটে দেন। পরে আর তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুণ অর রশিদের সাথে যোগযোগ করলে তিনি বলেন, আমার জানা মতে রাস্তার কাজ ভালভাবেই হচেছ। দেখাশুনার জন্য সাইডে লোক দেয়া হয়েছে। তারপরও আমি নিজেও ঘটনাস্থল তদন্ত করে দেখবো। অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহণ করা হবে।




    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৬ এপ্রিল, ২০২২ ০৩:৫৪ অপরাহ্ন