নওগাঁ পত্নীতলার চকনিরখীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রশংসাপত্র নিতে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে টাকা। টাকা ছাড়া মিলছে না প্রশংসাপত্র। এদিকে প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার বিধান না থাকলেও স্কুলের প্রধান শিক্ষিকা নারগিস পারভিন সেই নিয়মনীতির তোয়াক্কা করছেন না। টাকা দিতে না পারলে বা অস্বীকার করলে শিক্ষার্থী ও অভিভাবকদের হতে হচ্ছে বিড়ম্বনার শিকার। মিলছে না এর কোন প্রতিকার ।
অভিযোগের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধানে দেখা যায় , ১০০ টাকার নিচে কোন শিক্ষার্থীকে প্রশংসাপত্র দিচ্ছেননা চকনিরখান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: নারগিস পারভিন।
এ বিষয়ে চকনিরখান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: নারগিস পারভিনের নিকট জানতে চাইলে তিনি স্কুলের বাহিরে দাঁড়িয়ে রেখে অন্য শিক্ষকের মাধমে জানিয়ে দেন সাংবাদিকদের সাথে কথা বলবেন না।
পত্নীতলা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোখলেছুর রহমানের সাথে প্রশংসাপত্র বাবদ টাকা গ্রহণ করার বিষয়ে জানতে চাইলে তিরি জানান, সরকারি বিধি অনুযায়ী কোন স্কুল প্রশংসাপত্র বাবদ টাকা গ্রহণ করতে পারবে না । যদি কেউ সরকারি বিধি নিষেধকে অমান্য করে টাকা গ্রহণ করে তাহলে তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে চকনিরখীন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন সরকার জানান, প্রশংসাপত্র বাবদ টাকা গ্রহণ করার বিষয়টি আমার জানা নেই। যদি তিনি সরকারি বিধি নিষেধকে অমান্য করে টাকা গ্রহণ করে তাহলে তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য চকনিরখীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: নারগিস পারভিনের বিরুদ্ধে পোশাক ( স্কুল ইউনিফর্ম ) বাণিজ্যের অভিযোগে তদন্ত চলমান।