চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্ফোরক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার বিরামপুর গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার বিরামপুর গ্রামের মৃত শান্ত মন্ডলের ছেলে মোঃ একবর আলী (৪৮)। মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে¡¡ শিবগঞ্জ পৌর এলাকার বিরামপুর গ্রামের অভিযান চালিয়ে মোঃ একবর আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় বিস্ফারক আইনে মামলা রয়েছে।
শিবগঞ্জ থানার মামলা নং ৪০ তারিখ ২৪/৩/২০২১, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার প্রসেস নং-৪৩২/২১, তারিখ ২১/১২/২১, জিআর নং ১৫৩/২০২১(শিবঃ) ধারাঃ- ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ১৪৩/৫০৬/১১৪/৩৪ ধারা। গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।