শিবগঞ্জে ট্রাকের নীচে পড়ে মাসেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। সোমবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী হচ্ছে- উপজেলার সোনাপুর গ্রামের বুদ্ধু আলীর স্ত্রী। স্
থানীয়রা জানায়, সকালে বালি বোঝাই একটি ট্রাক পিরোজপুর থেকে বারিক বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সোনাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতেই ঘটনাস্থলেই নীচে পড়ে পথচারী মাসেদা বেগমের মৃত্যু হয়। গুরুত্বর আহত হন আরও একজন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি।