‘আমার স্বামী পরিচ্ছন্ন কর্মীর কাজ করে সংসার চালায়। সে নির্দোষ। সে কোনদিনই অস্ত্রের ব্যবসার জড়িত ছিল না, এখনো নেই। অস্ত্র ব্যবসা কি তা সে জানেই না। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে অস্ত্র দিয়ে র্যাবের হাতে আটক করানো হয়েছে। আমার সংসারে তিনজন ছেলে মেয়ে। অতি কষ্টের সংসার আমাদের। তারপর আবার মড়ার উপর খাঁড়ার ঘা এর মত আমার স্বামীকে র্যাব আট করে জেল হাজতে পাঠানো হয়েছে। যার পরিনতিতে আমার সন্তান নিয়ে আমি একেবারে অসহায় হয়ে পড়েছি।’
শনিবার বিকালে শিবগঞ্জ থানা মোড়ে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার ব্যানারে বানবন্ধনে কান্না জড়িত কন্ঠে এভাবেই কথাগুলো বলেন, র্যাবের হাতে গত ২৭ মার্চ আটককৃত শ্রী সুবাস ভগতের স্ত্রী ববি ভগত।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ উপজেলা শাখার সম্পাদিকা শ্রাবণী ভকতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শাখার সভাপতি শ্র্র্র্রী ফাষ্টো ভকত, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি শ্র্রা মতিন ভগত, জেলা হরিজন যুব কমিটির সভাপতি শ্র্রী মিতু ভগত, উপজেলা শাখার সভাপতি শ্রী মানিক ভগত, সহ-সভাপতি শ্রী সাগর ভগত উপজেলা ডোম সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি শ্রী অচিন ভগত সহ অন্যরা।
বক্তারা বলেন, গত ২৭ মার্চ সুবাস ভগতকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে একদল সোর্স পুখুরিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় সোর্সেরা তার হাতে একটি ব্যাগ ও একটি মোবাইল ফোন ধরিয়ে দিয়ে সটকে পড়েন। পরে আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে আটক হয় সুবাস ভগত। অবিলম্বে সোর্সের মাধ্যমে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দেয়ার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সুবাস ভগতকে মুক্তির দাবি জানান বক্তারা।