নওগাঁর পত্নীতলায় সাংবাদিক আলী মরতুজার ( নওশাদ ) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১ এপ্রিল ) বেলা ১১ টায় নজিপুর বাসস্টান্ডে গোল চত্বরে পত্নীতলা উপজেলা ও নওগাঁ জেলা সাংবাদিক মহলের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
দৈনিক জয়পুহাট খবরের পত্নীতলা উপজেলা প্রতিনিধি মাহমুদুন্নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী শামিউল আরিফ (শাওন), পত্নীতলা উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য জামিল আহম্মেদ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও বিডিসি ক্রাইম পত্রিকার সম্পাদক মো: শহিদুল ইসলাম, পতœীতলা উপজেলা প্রেস ক্লাবের , বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের বিভাগীয় সভাপতি এহসানুল হক জুয়েল, পত্নীতলা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রথীন্দ্রনাথ মন্ডল, পত্নীতলা উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো: শাকিল আহম্মেদ, এশিয়ান টেলিভিশনের মহাদেবপুর প্রতিনিধি মো: মোখলেছুর রহমার,মান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল করীম সবুজ,বিডিসি ক্রাইম পত্রিকার মফ:স্বল সম্পাদক জহুরুল হক কাজল,বাংলাদেশ প্রেসক্লাব ধামইরহাট শাখার সভাপতি মো: বাশার, নজিপুর কলেজ ছাত্রলীগের সহ- সভাপতি রিদওয়ানুল হোসেন (রিয়াদ), জমি মালিক আব্দুল ওয়াহেদ ও শষ্টি।
মানববন্ধনে এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের বিভাগীয় সহ- সভাপতি আসাদুজ্জামান রানা, দৈনিক দেশ জগতের প্রতিনিধি বাবু, সাংবাদিক সবুজ হোসাইন, সাংবাদিক মো: রুহুল আমীন সহ শতাধিক সচেতন নাগরিক সমাজ।
আহত সাংবাদিক আলী মরতুজা ( নওশাদ ) স্থানীয় পত্রিকা বিডিসি ক্রাইম এর বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক। তিনি পত্নীতলা উপজেলা চত্বর এলাকার মো: গেীছুল আজম এর ছেলে। গত সোমবার ২৮ মার্চ বেলা ১১ টায় তথ্যেও ভিত্তিতে পাটিচড়া ইউপি চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ,ইউপি সদস্য মো: ইউসুফ ও নাগরগোলা এলাকার মুজিব উদ্দিন এর ছেলে মো: মোস্তাক জমির মালিক কে না জানিয়ে ফসলি জমির উপর জোর পূর্বক আত্রাই নদীর বালু ভরাট করছিল। এই তথ্য সংগ্রহ করে ফিরার পথে কাশিপুর চারমাথা মোড়ে হামলার শিকার হন।
এসময় বক্তারা প্রতিবাদী কন্ঠে বলেন, গত ২৮ তারিখে অভিযোগ করা হলেও আজ পর্যন্ত তা এজাহার করে কেন মামলা রেকর্ড করা হয়নি? বক্তারা আরো বলেন, আগামী ১২ ঘন্টার মধ্যে মামলা রেকর্ড করে আসামীদের যদি আইনের আওতায় না আনা হয় তাহলে পরবর্তীতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে পত্নীতলা সার্কেল আফতাব উদ্দিন ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা ( ওসি ) শামছুল আমল শাহকে সকল সাংবাদিকদের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্মারকলিপি প্রদান করা হয়।