কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (২৬মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামীলীগ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টির উপজেলা শাখার পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করে।
উপজেলা প্রশসনের পক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম খূঁইয়া শাহীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন সরকার।
সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবসের কুজকাওয়াজে উপস্থিত থেকে অভিবাধন গ্রহন করেন উপজেলা প্রশসন।
বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধ্বনা দেয়া হয়।বিকাল সাড়ে ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে বালুর মাঠে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত অনুষ্টিত হয়।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি'র নেতৃত্বে আলাদা আলাদাভাবে স্বাধীনতা দিবসের র্যালি ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
অপরদিকে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা,সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল মাহমুদ শোয়েব এর নেতৃত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন লিটন এর নেতৃত্বে আলাদা আলাদাভাবে স্বাধীনতা দিবসে র্যালি ও আলোচনাসভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ জাতীয় পার্টি উপজেলা শাখা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন এর নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়।