শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে পুকুর খননে হুমকির মুখে বিদ্যালয় ও আমবাগান

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ২৩ মার্চ, ২০২২ ১০:৩৯ অপরাহ্ন

    শিবগঞ্জে পুকুর খননে হুমকির মুখে বিদ্যালয় ও আমবাগান
    শিবগঞ্জে পুকুর খননে হুমকির মুখে বিদ্যালয় ও আমবাগান

    অবৈধ ভাবে পুকুর খনন করায় ২৭  নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে রয়েছে।  খননকাজটি হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ঘোসলওদা রঘুনাথপুর গ্রামের মুশা খাঁ দিঘিতে।

    মঙ্গলবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা গেছে, ঘোষলওদা রঘুনাথপুর গ্রামের পাশে একই গ্রামের মৃত আফসার  হাজির ছেলে আঃ রাজ্জাকের মালিকানাধীন রায় ১০ বিঘা এলাকাজুড়ে চলছে পুকুর খননের কাজ। পুকুরের চারিদিকে ছড়িয়ে রয়েছে আমবাগান, বসতবাড়ী ও ২৭নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।  পুকুর খনন কাজের তত্ত্বাবধায়ক দাইপুকুরিয়া ইউনিয়নের গোলাপ বাজার এলাকার মৃত হাজী মোতাহার হোসেনের ছেলে বাদরুজ্জামান  জানান  পুকুরটি বিট্রিশ আমলের  প্রায় ২০ বছর পর  মুল মালিক আঃ রাজ্জাকের মালিকানায় খনন কাজ চলছে। ড্রেজারের মাধ্যমে মাটি কেটে  প্রায় ৭-৮টি ট্রাক্টরে বিভিন্ন জায়গায় বিক্রয় করা হচ্ছে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন মুল মালিক আঃ রাজ্জাক প্রশাসনের নিকট আবেদন করেছেন ।  অনুমোদন পেয়েছে  কি?না  জানিনা।তিনি আরও জানান পুকুর বা দিঘি  খননে  পুকুর সংলগ্ন আমবাগান ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হবেনা। এব্যাপারে মুল মালিক আঃ রাজ্জাকের সাথে যোগাযোগ করার জন্য তার বাসাবাড়ি গিয়ে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।  

    ২৭ নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ এলিজা ইয়াসমিন জানান, পুকুর বা দিঘি খননে আমাদের বিদ্যালয়টি ঝুঁকির মধ্যে পড়েছে। আমি বিষয়টি  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতিকে অবহিত করেছি ও রেজুলেশন সহ লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান পুকুর বা দিঘি খননে বিদ্যালয়টি ঝুঁকির মধ্যে পড়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাকিব আল রাব্বি জানান এ বিষয়ে কোন আবেদন পাইনি। তবে বিষয়টি পরে দেখবো।

    উল্লেখ্য  যে উপজেলা জুড়ে নদী ভাঙ্গনকবলিত এলাকায় শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে বালু ও মাটি উত্তোলনের কাজ চলছে এতে হুমকির মুখে পড়েছে ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। শুধু তাই নয় উপজেলার বিভিন্ন জায়গায় চলছে পুকুর ও মাটি খননের কাজ।  জানা গেছে এসব নদী, পুকুর, খননে সরকারি কোন অনুমোদন নেই।




    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৩ মার্চ, ২০২২ ১০:৩৯ অপরাহ্ন