চঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তাঁতীলীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে শিবগঞ্জ উপজেলা ও পৌর তাঁতীলীগের উদ্যোগে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, পৌর তাঁতীলীগের আহবায়ক শাহ আলম আপেল, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব ইয়ামিন হাসানসহ অন্যরা। এতে পৌর ও উপজেলা তাঁতীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।