চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাদ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। রোববার বিকেল পৌণে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট কলাবাড়ি এলাকার সাদ এলপিজি ফিলিং স্টেশনের স্টোর রুমে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হঠাৎ বিকেলে সাদ এলপিজি ফিলিং স্টেশনের অফিস কক্ষে স্টোর রুমে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে গ্যাস বের হতে থাকে। এ সময় শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি সাদ এলপিজি ফিলিং স্টেশনের প্রোপ্রাইটর ইশতিয়াক চৌধুরীর। এলাকাবাসী বলছে- এরইমধ্যে কতিপয় গ্যাস স্টেশন আবাসিক এলাকার গা ঘেঁষে মহাসড়কের পাশে যত্রতত্রভাবে গড়ে ওঠায় ঝুঁকিতে পড়ছে স্থানীয় মানুষের জানমাল। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছে।
এদিকে খবর পেয়ে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টায় গ্যাস বিস্ফোরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব না হলেও ফিলিং স্টেশনের মালিক দেড় লাখ টাকা ক্ষতি হয়ে বলে দাবি করেছে।