ঐতিহ্যবাহী শিবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এতে দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল মজিদকে তৃতীয় বারের মতসভাপতি ও ইনকিলাব-সোনালী সংবাদের শিবগঞ্জ প্রতিনিধি কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি জালাল উদ্দিন (নয়াদিগন্ত), হারুন অর রশিদ টুকু (ভোরের ডাক), সহ সাধারণ সম্পাদক তারেক রহমান (আজকের পত্রিকা-মোহনা টিভি), কোষাধ্যক্ষ আমিনুল হক সোনা (যায়যায়দিন), দপ্তর-প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান মাহমুদ মিম্পা (জনকন্ঠ), কার্যনিবার্হী কমিটির অন্য দুই সদস্য হলেন- আহসান হাবিব (কালের কণ্ঠ, এসএ টিভি), মমিনুল ইসলাম বাবু (দিনকাল)।
এর আগে আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাকেন, বারিউল ইসলাম বারি (উপচার), আতিক ইসলাম সিকো (ভোরের কাগজ) ও আবদুল কাদির (দৈনিক ডেসটিনি) প্রমূখ।