শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পুকুরকে ডোবা বানিয়ে নজিপুর পৌর ভবন নিমার্ণ

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১৮ মার্চ, ২০২২ ০৭:৫৮ অপরাহ্ন

     পুকুরকে ডোবা বানিয়ে নজিপুর পৌর ভবন নিমার্ণ

    পুকুর ও জলাশয় ভরাটের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুরকে ডোবার নাম করণ করে নিমার্ণ করা হচ্ছে পত্নীতলার নজিপুর পৌরসভা ভবন। গণমাধ্যমের নিকট আসা নজিপুর পৌর ভবনের জন্য ক্রয়কৃত জমির দলিল ও আর এস খতিয়ানে দেখা যাচ্ছে শুভঙ্করের ফাঁকি।


    ১৯৭২ সনের আরএস খতিয়ানের ৯৩৬ দাগে দেখা যায় ৯৭ শতাংশ পুরটাই পুকুর। শুধু তাই নয় ১৭-০২-২০২০ সনে মেয়র নজিপুর পৌরসভার নামে যে খারিজ হয়েছে সেখানেও দেখা যাচ্ছে পুকুর। অথচ ৭২ সনের খতিয়ানের রেফারেন্স দিয়ে জমি রেজিস্ট্রী করা হয় ডোবা নাম করণ করে।

    এমন অনিয়ম দেখে নাম প্রকাশ অনিচ্ছুক শর্তে এলাকার সচেতন সুধি সমাজগণ বলেন, সারাদেশে হাতে গোনা মাত্র কয়েকটা প্রথম শ্রেণীর পৌর ভবন নির্মাণ হচ্ছে যার মধ্যে আমাদের পত্নীতলার নজিপুর পৌরসভা ভবন একটি। এটি আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু অত্যান্ত দুঃখ জনক হলেও সত্য, পুকুর কে ডোবা বানিয়ে আমাদের যে নজিপুর পৌরসভা ভবন নির্মাণ হচ্ছে সেটি আদেও সঠিক ভাবে নির্মাণ হচ্ছে কী?

    এ বিষয়ে নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী 'র নিকট জানতে চাইলে তিনি জানান, পুকুরে ভবন নির্মাণের জন্য আমাদের সরকারিভাবে অনুমোদন আছে। অনুমোদনের কপি চাইলে তিনি বিভিন্ন ধরনের তালবাহানা ও অযুহাত দেখান।

    জমির দলিলে এমন গোজামিল দেখে নজিপুর সাব রেজিস্টার মোছাঃ আমিনা বেগম এর নিকট জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি আমার জানা নেই বলে এড়িয়ে যান। তাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি কাগজপত্র না দেখে স্বাক্ষর করেছেন দলিলে, তিনি জানান, দলিল লেখক দলিল লিখে আমাকে দিয়েছে আমি সকল কাগজপত্র দেখে স্বাক্ষর করেছি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার জানান,  বিষয়টি আমার জানা ছিলোনা। আপনাদের মাধ্যমে জানলাম। এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, বিষয়টি আমার জানা নেই। দেখে জানাবো।




    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ মার্চ, ২০২২ ০৭:৫৮ অপরাহ্ন