শিরোনাম
  • পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের বৃত্তি পেল সেরা ১৫ জন স্কুল ক্রিকেটার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ, অ্যাসেম্বলি বন্ধ থাকবে সবার চাওয়া সুষ্ঠু ও পক্ষপাতহীন উপজেলা নির্বাচন: ইসি আহসান হাবিব  তরুণদের উদ্ভাবনী জ্ঞান ও বিজ্ঞানমনস্ক চিন্তাকে কাজে লাগাতে হবে : স্পিকার ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে :  কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে: পরিবেশমন্ত্রী  বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা ও ব্যাংককের পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর
  • যুদ্ধের মধ্যেও থেমে থাকেনি বিয়ে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ মার্চ, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

    যুদ্ধের মধ্যেও থেমে থাকেনি বিয়ে

    রাশিয়ার হামলায় বিধ্বস্ত ও আতঙ্কগ্রস্ত অবস্থায়ও থেমে থাকেনি বিয়ে পর্ব। ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘটেছে এই ঘটনা। কিয়েভের একটি চেকপোস্টে বিয়ে করলেন এক দম্পতি। লেসিয়া ইভাশচেঙ্কো ও ভ্যালেরি ফিলিমোনোভ নামের এই দম্পতি ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তারাও যুদ্ধে অংশ নিয়েছেন। সেই যুদ্ধে অংশ নিয়েই তারা রোববার (৬ মার্চ) বিয়ে করেন।

    রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধে বেসামরিক নাগরিকও অংশ নিয়েছে। বিদেশ থেকে ৬৬ হাজার ইউক্রেনীয় দেশে এসে যুদ্ধ করছে বলে তথ্য দিয়েছে কিয়েভ।

    ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, জীবনে প্রেম ও যুদ্ধ যে এক সঙ্গে চলতে পারে, তাই দেখিয়েছেন এই দম্পতি। যারা কাঁধে রকেট তুলে নিয়েছেন, তারাই যুদ্ধের মাঠে ফুল নিয়ে বিয়ে করছেন।


    লেসিয়া ইভাশচেঙ্কো ও ভ্যালেরি ফিলিমোনোভের বিয়েতে অতিথি ছিলেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিতশকো। বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে বুলটপ্রুফ ভেস্ট পরে সেলফি তোলেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের মধ্যে একটি চেকপোস্টের পাশে এই বিয়ের দৃশ্য দেখতে অনেক সাংবাদিককেও আমন্ত্রণ জানানো হয়।

    মেয়র বলেন, এক সপ্তাহ আগেও লেসিয়া ইভাশচেঙ্কো ও ভ্যালেরি ফিলিমোনোভ ‘সাধারণ মানুষ’ ছিলেন। অস্ত্র চালানোর কোনো পরিকল্পনা তাদের ছিল না। এখন তারা যুদ্ধে আমাদের সঙ্গে অংশ নিয়ে এই শহর রক্ষা করছে।

    ওই দম্পতি যখন বিয়ের অনুষ্ঠান করছিলেন, তখন কিয়েভের পাশের ছোট শহর ইরপিন থেকে পালানোর সময় মর্টার হামলায় বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। রাজধানীজুড়ে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

    রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে বেসামরিক নাগরিকরা গণহারে যোগ দিয়েছে। তাদের মধ্যে লেসিয়া ইভাশচেঙ্কো ও ভ্যালেরি ফিলিমোনোভও রয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে যোগ দিয়েছেন তারা।




    ভিন্ন খবর - এর আরো খবর

    বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড? 

    বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড? 

    ৮ মার্চ, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এ কি হাল?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এ কি হাল?

    ৮ মার্চ, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

    ক্রাশ না ক্রাচ

    ক্রাশ না ক্রাচ

    ৮ মার্চ, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

    গৃহপরিচারিকা বেবি হালদার এখন নামি লেখিকা

    গৃহপরিচারিকা বেবি হালদার এখন নামি লেখিকা

    ৮ মার্চ, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

    বাঁচার আকুতি কত হৃদয়বিদারক !

    বাঁচার আকুতি কত হৃদয়বিদারক !

    ৮ মার্চ, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন