জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মোঃ মশিউর রহমান রাঙ্গা এমপি'র সহধর্মিণী রাকিবা নাসরিন এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন - জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
মরহুমা রাকিবা নাসরিনের রুহের মাগফিরাত কামনায় উক্ত দো'আ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো- চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য - সাহিদুর রহমান টেপা, এস এ ফয়সাল চিশতী, নাজমা আক্তার এমপি,জহিরুল ইসলাম জহির, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা- হেনা খান পন্নী, হারুন আর রশিদ,ভাইস চেয়ারম্যান - আরিফুর রহমান খান, সুলতান আহমেদ সেলিম, মোঃ শফিউল্লাহ শফি, এইচ এম শাহরিয়ার আসিফ,,যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, জসিম উদ্দিন ভুইয়া, বেলাল হোসেন, সৈয়দ মন্জুর হোসেন মন্জু, সাংগঠনিক সম্পাদক - মোঃ হেলাল উদ্দিন, হুমায়ুন খান,সৈয়দ ইফতেকার আহসান হাসান,কাজী আবুল খায়ের, সম্পাদক মন্ডলীর সদস্য - সুলতান মাহমুদ, আহাদ ইউ চৌধুরী শাহীন, মিজানুর রহমান মিরু, জাকির হোসেন মিলন, কেন্দ্রীয় নেতা- ফজলে এলাহী সোহাগ,আলমগীর হোসেন, রফিকুল আলম সেলিম, হাসনা হেনা, মিনি খান, মোঃ মহিবুর রহমান,সীমানা আমির,আসমা আকতার রুমি, কেয়া মাসুদ,সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া,শাহিন হোসেন জাকির,জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক আল মামুন, ছাত্রনেতা- ফকির আল মামুন, আল-আমীন সরকার, নাজমুল হাসান রেজা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লী।
দোয়া মাহফিল পরিচালনা করেন - গুলশান কেন্দ্রীয় মসজিদ ( আজাদ মসজিদ) এর সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা আহসানউল্লাহ সাহেব।
উল্লেখ্য - গত ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টায় মিসেস রাঙ্গা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।