শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আগামী রবিবার থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অক্টোবর, ২০২৫ ০৫:২২ অপরাহ্ন

    আগামী রবিবার থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
    ছবি: সংগৃহীত

    আগামী ১২ অক্টোবর রবিবার থেকে এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। নয় মাস থেকে ১৫ বছর বয়সের শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।  

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব তথ্য জানান।

     মাসব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এ টিকা কার্যকর ও নিরাপদ জানিয়ে নির্দ্বিধায় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

    এ টিকা নয় মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব শিশু-কিশোরকে দেওয়া হবে জানিয়ে বিশেষ সহকারী বলেন, নবম শ্রেণি পর্যন্ত যারা থাকবে তাদের এ টিকা দেওয়া হবে। বিনামূল্যে এ টিকা দেওয়া হবে।

    সংবাদ সম্মেলনে এ টিকাদান কর্মসূচির খরচের বিষয়ে জানতে চাইলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উপ-পরিচালক ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, এ টিকাদান কর্মসূচিতে সরকারের কোনো খরচ হচ্ছে না। টিকা ও প্রচারণাসহ পুরো খরচ দিচ্ছে ‘গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স’।

    তিনি জানান, টাইফয়েডের এ টিকা ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি, কিন্তু কারিগরি সহযোগিতা করেছে ইংল্যান্ডের গ্লাক্সো স্মিথক্লাইন। সরকারের যে রুটিন টিকাদান কর্মসূচি, এর ৩০ শতাংশ টিকা সিরাম ইনস্টিটিউট থেকে আসে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। সিরাম ইনস্টিটিউট থেকে আরও ১০৯টি দেশে সরবরাহ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    স্বাস্থ্য - এর আরো খবর