জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্য সেবা ক্যাম্প শুরু হয়েছে।
আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সেমিনারে মূলত পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, সম্পর্কের সংকট, চাকরির কারণে ভুলে যাওয়া, ডিভাইস আসক্তি ও জীবনযাত্রার পরিবর্তনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় আলোচনা হয়।
ক্যাম্পের প্রথম দিন হিসেবে আজ (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে “Stress Management: A key to a better quality of life” শীর্ষক সেমিনার। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি ছাত্রশিবিরের শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল আবিদ।
সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘গত দুই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনকে বারবার কাউন্সিলিং সেন্টার স্থাপনের অনুরোধ জানিয়েছি।
কিন্তু মানসম্মত কাউন্সেলর না থাকায় শিক্ষার্থীরা সঠিক সেবা পাচ্ছে না। তাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা এই হেলথ ক্যাম্পের আয়োজন করেছি।’