বরিশাল, যশোর ও চাঁদপুর জেলায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে তিনটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এসব অভিযানে সাতটি মামলার মাধ্যমে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।
অভিযানে কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকানে নিষিদ্ধ পলিথিন পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে সাধারণ ব্যবসায়ী ও জনগণকে পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। গত বছর ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সারাদেশে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪৯২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে ৯২৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৮ লাখ ৫৯ হাজার ১শ টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক দুই লাখ ৫১ হাজার ৩৭২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৬টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান দেশব্যাপী অব্যাহত থাকবে। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির আওতায় জনসচেতনতা ও আইন প্রয়োগ একযোগে কার্যকর করা হবে বলে জানানো হয়।