জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানসহ জাতীয় মৎস্য সপ্তাহের পূর্বনির্ধারিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে জাতীয় মৎস্য সপ্তাহের নতুন তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে।