বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। গত ১৪ ফেব্রুয়ারি সোমবার তারা এই শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এসময় বিদ্যুৎ বিভাগ ও পিডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান তাদের পদে নিযুক্ত হন।
