শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারে চাকরি দিতে হবে: আজম খান

    নিজস্ব প্রতিবেদক

    ৫ নভেম্বর, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন

    জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারে চাকরি দিতে হবে: আজম খান

    জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য আজম খান এক ভিডিও বার্তায় বলেছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, প্রতিটি শহীদ পরিবার থেকে একজনকে চাকরির ব্যবস্থা করা হবে। স্বাগত জানাই এই সিদ্ধান্তকে, পুরো দেশব্যাপী এ ব্যাপারে একমত। সাথে সাথে ১০ হাজারের বেশি ছাত্র-যুবক-জনতা পঙ্গুত্ব বরণ করেছেন, কারও হাত ভেঙে গেছে কারও চোখ গেছে, কারও হাটু ভেঙে গেছে- এই পঙ্গু যারা হয়েছে প্রত্যেক পরিবারকে অবশ্যই ব্যবস্থা করে দিতে হবে। নতুন স্বাধীনতা তারা এনে দিয়েছে। কিন্তু এখানে আমাদের ভুললে চলবে না, ৭১ এর মুক্তিযুদ্ধে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল পশ্চিমাদের তাড়াবার জন্য। ২৫ মার্চ যখন সেই হায়েনারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেদিন বাংলাদেশের সেনাবাহিনী-পুলিশ-বিডিআরসহ সর্বস্তরের ছাত্রজনতা প্রতিরোধের পাহাড় গড়ে তোলে এবং ৯ মাসের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীকে বেসামাল করে তোলে। 

    কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সত্যিকারের একটা স্বাধীনতা তখন পাইনি। পাকিস্তান বাহিনীকে উৎখাত করে আমরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন ভারত একটা যুদ্ধ যুদ্ধ খেলা দিয়ে আমাদের দেশকে দখল করে নিয়ে পাকিস্তান সেনা বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। এবং সেই আত্মসমর্পণ অনুষ্ঠানের আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানিকে পর্যন্ত রাখা হয়নি-এত বড় অপমান করা হয়েছিল আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি। তারপরও আমার ভাইয়ের রক্ত দিয়েছে, আমার বোনেরা ইজ্জত দিয়েছে-এটাকে অস্বীকার করলে চলবে না। তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমার নিজের মার পেটের দুই ভাই শহীদ হয়েছেন। আমার বড় ভাই চার মেয়ে এবং তিন ছেলে রেখে সেই ১৯৭১ সালে মৃত্যুবরণ করেছেন। উনিসহ লক্ষ লক্ষ মানুষ যারা মৃত্যুবরণ করেছে, তারা শহীদ হয়েছেন। তাদের তালিকা করে অবশ্যই এই আগস্ট বিপ্লবের পাশপাশি তাদের পরিবার থেকে চাকরির ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসিত করতে হবে। সবয়েছে দু:খেরি বিষয় হলো-৭২ সালে শেখ মুজিব ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধে শহীদ আমার ভাইদের বাড়ি ক্যান্টনমেন্টে নিজের হাতে অস্থায়ী বরাদ্দ দিয়েছিলেন, ৫৩ বছরেও সেই বাড়ি পাইনি। তার মানে সত্যিকার অর্থেেই আমরা বা বিগত সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ব্যর্থ হয়েছি। আশাকরি নতুন সরকার আগস্ট বিপ্লবের পাশাপাশি সমস্ত ৭১ এর মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে তাদের ঋণ শোধ করবে। এই ইস্যুতে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৫ নভেম্বর, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৫ নভেম্বর, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন

    যে কারণে সচিবালয় ও যমুনায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    যে কারণে সচিবালয় ও যমুনায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    ৫ নভেম্বর, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন