ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (মির্জাকালু) সংলগ্ন খোরশেদ মিয়ার বাড়ির দরজায় বেড়ীবাঁধের নিচে একজনের জায়গায় ছোট একটি ঘর করে বসবাস করছে ফজলু। পরিবারে ফজলু ছাড়া উপার্জন করার মত আর কেউ নাই। এর আগে চিকিৎসা করাতে গিয়ে ছোট ঘরটি একজনের কাছে বিক্রি করে ডাক্তার দেখায়। টাকার অভাবে আর ডাক্তারের কাছে যেতে পারেনি ফজলু।
ক্যান্সার আক্রান্ত হয়ে বাড়িতে অনেক দিন যাবৎ ভুগছে। টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত ফজলু।
পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই দেশের বিত্তবানদের কাছে ফজলুকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন তার পরিবার।