শিরোনাম
  • অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে রাজনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত ইইউ বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করা হচ্ছে: রিজওয়ানা হাসান তরুণদের পরিবর্তনের স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা সংবিধান সময়োপযোগী করার পরামর্শ ড. কামাল হোসেনের নির্বাচনী ব্যবস্থাপনার যেসব পরিবর্তন প্রয়োজন প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা ৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি বিএনপি’র সাবিনাদের হাতে এক কোটি টাকার চেক তুলে দিলেন ক্রীড়া উপদেষ্টা
  • শিবগঞ্জে শিক্ষাবিদ ইদ্রিস আহমদ মিয়ার ৫৮তম মৃত্যুবার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১০ অক্টোবর, ২০২৪ ০৮:৩০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে শিক্ষাবিদ ইদ্রিস আহমদ মিয়ার ৫৮তম মৃত্যুবার্ষিকী পালিত

    ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও জননন্দিত রাজনীতিবিদ মরহুম মৌলভী ইদ্রিস আহমদ মিয়ার ৫৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে  ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউট ও দাদনচক মডেল পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে বুধবার সকাল সাড়ে ০৯ টায় আদিনা কলেজ চত্বরে  আলোাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ মোঃ মুসা, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, হাজী এশান মোহাম্মদ কারিগরি কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মনিরুল ইসলাম, দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ গোলাম রাব্বানী, দাদনচক মিয়াপাড়া জামে মসজিদের ইমাম ক্বরী মাওলানা মোঃ সাদিকুল কালাম, আদিনা কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ তাজামুল হক মোঃ জামালুল ইসলাম (জামাল)।আলোচনা সভা শেষে মরহুমের রুগের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    উল্লেখ্য, মরহুম মৌলভী ইদ্রিস আহমদ মিয়া ১৮৯৪ সালের ১৩ সেপ্টেম্বর দাদনচক গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালের ০৯ অক্টোবর পরলোকগমণ করলে তাঁর প্রতিষ্ঠিত আদিনা কলেজ ক্যাম্পাসে তাঁকে সমাহিত করা হয়। তিনি ১৯২৬ সনে স্বীয় দুর্লভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পদের প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হবার মাধ্যমে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন। তৎকালীন অবিভক্ত বাংলার সবচেয়ে জনপ্রিয় ও ‘বাংলার বাঘ’ হিসেবে খ্যাত শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের অত্যন্ত প্রিয়ভাজন কৃষক প্রজাপার্টির মালদহ জেলা সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আঞ্চলিক নেতা ইদ্রিস আহমদ ১৯৩৭ সালে প্রাদেশিক আইন সভার নির্বাচনে কৃষক প্রজাপার্টির মনোনয়নে দক্ষিণ মালদহ আসনে প্রার্থী হয়ে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে তিনি রাজশাহী জেলা বোর্ডের সদস্য নির্বাচিত হন এবং পুনর্গঠিত রাজশাহী জেলার উন্নয়নকাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দ্বিতীয়বার তিনি আইন পরিষদের সদস্য বা এম.এল.এ নির্বাচিত হন ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে। নির্বাচিত হবার পর তিনি আবু হোসেন সরকারের প্রধানমন্ত্রীত্ব থাকাকালে পার্লামেন্টারী সেক্রেটারী নিযুক্ত হয়ে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি মালদহ জেলা বোর্ড ও লোকাল বোর্ডের সদস্য এবং ভাইস চেয়ারম্যান হিসেবেও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে তিনি আদিনা ফজলুল হক সরকারি কলেজ, দাদনচক ফজলুল হক পিটিআইসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তিনি অগ্রণী ভ‚মিকা পালন করেন। প্রাদেশিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তিনি ১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সরকারের পক্ষে জমি একুয়ার করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি দু’বার এর জেষ্ঠ্যতম সিনেট সদস্য ছিলেন।




    সারাদেশ - এর আরো খবর

    শিবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত 

    শিবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত 

    ১০ অক্টোবর, ২০২৪ ০৮:৩০ পূর্বাহ্ন

    পাইকগাছায় তাতীদলের জনসভা অনুষ্ঠিত 

    পাইকগাছায় তাতীদলের জনসভা অনুষ্ঠিত 

    ১০ অক্টোবর, ২০২৪ ০৮:৩০ পূর্বাহ্ন