উন্নীত বেতন স্কেলের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষ থেকে ভূমিমন্ত্রী মোঃ সাইফুজ্জামান চৌধুরী এমপি এবং সচিব, ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস স্যারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মো. মোতাহার হোসেন খান, মহাসচিব মো. আসাদুজ্জামান ও অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে ভূমিমন্ত্রীকে ফুল দিয়ে এই শুভেচ্ছা জানান।