দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. কামরুল হাসান যোগদান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। সম্প্রতি বিসিএস একাদশ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে কামরুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় নতুন সচিব হিসেবে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারেন সেই দোয়া করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. কামরুল হাসানকে নিয়োগ দেওয়া হয়।
কামরুল হাসান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ময়মনসিংহের বিভাগে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।