বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় তার সঙ্গে পিডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি পিডিবির চেয়ারম্যান হিসেবে পদোন্নতি লাভ করেন প্রকৌশলী মাহবুবুর রহমান। এর আগে তিনি পিডিবির সদস্য, অর্থ-এর দপ্তর, বিউবো, ঢাকা পদে নিয়োজিত ছিলেন।
শরীয়তপুর জেলার লাকার্তা গ্রামের আকন্দ পরিবারের কৃতি সম্তান প্রকৌশলী মাহবুবুর রহমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (PDB)চেয়ারম্যান হিসেবে পদোন্নতি লাভ করায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।