বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত প্রযোজক সালাহ উদ্দিন পিন্টু বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর।
তিনি ১৯৮১ সালে বাংলাদেশ টেলিভিশনে চাকরিতে যোগদান করেছিলেন এবং ২০১১ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি স্ত্রীসহ এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ বরিশালের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।