নামাজের ইমামতি করলেন গাজীপুরের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। দলীয় নেতাকর্মী ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিনি সম্প্রতি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জোহরের নামাজে ইমামতি করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রীর নামাজে ইমামতি করার বিষয়টি তার দলীয় এক নেতা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের গাজীপুরের সংসদ সদস্য আলহাজ্ব Md Zahid Ahsan Russel ভাইয়ের ইমামতিতে যোহরের নামাজ আদায়, বিশ্ব ইজতেমা ময়দানে সকাল থেকে বিকাল পর্যন্ত স্বেচ্ছায় শ্রম ও দুপুরের খাওয়া দাওয়ায় অংশ নেয়ায় আমরা কৃতজ্ঞ আপনার প্রতি।’
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নামাজে ইমামতি করার বিষয়টিকে সংশ্লিষ্ট মহলে বেশ ইতিবাচক অবস্থান সৃষ্টি হয়েছে। এমনকি উপস্থিত নেতাকর্মীদের মাঝেও বেশ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। বর্তমান সময়ে এটি একটি ব্যতিক্রম ঘটনা বলেও মনে করছেন অনেকে।