রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার' মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশটি রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে আজাদী ময়দান হয়ে ঘুড়ে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, এ্যাডঃ কামরুল আলম, সদস্য সচিব জেলা বিএনপি রাজবাড়ী, উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম পিন্টু, যুগ্ম আহবায়ক জেলা বিএনপি রাজবাড়ী, মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, সভাপতি সেচ্ছাসেবক দল বিএনপি,মোঃ আব্দুল মালেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক দল বিএনপি, এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম রোমান, সভাপতি জেলা ছাত্রদল রাজবাড়ীসহ দলীয় সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় এ্যাডঃ লিয়াকত আলী বাবু ও এ্যাডঃ কামরুল আলম তাদের বক্তৃতায় বলেন অতি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দিতে হবে, আর তা না হলে যদি বেগম খালেদা জিয়ার কিছু হয়, তাহলে এর ফল ভালো হবে না বলে বক্তারা বলেন,এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলেও বক্তারা বলেন।