স্বাস্হ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নবনিযুক্ত সচিব এবং বিসিএস একাদশ ব্যাচের ক্যাডার মো: সাইফুল হাসান বাদলকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সম্প্রতি তিনি নতুন এই পদে যোগদান করেন।
নতুন সচিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সহকর্মীরা বলেন, মো: সাইফুল হাসান বাদল প্রশাসনের একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা। এরইমধ্যে তিনি তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। আশা করি তিনি নতুন পদে এই দপ্তরের সবাইকে নিয়ে আন্তরিকতা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে কাজ করবেন এবং মাননীয় মন্ত্রীর দিক নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর কাঙ্খিত স্বাস্হ্য শিক্ষার মান উন্নয়নে ও পেশার সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। যার ফলশ্রুতিতে আপামর জনগণ উপকৃত হবেন।