রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে আলম শেখ ওরফে আলমগীর শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৪টায় রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোছাঃ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন।
আলম শেখ জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদমৃগী গ্রামের করিম শেখের ছেলে।এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চাঁদমৃগী গ্রামের আফসার শেখের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া শেখ ও আনসার মোল্যার ছেলে মধু ওরফে সিদ্দিক মোল্যাকে অভিযোগের দায় হতে খালাস প্রদান করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, আলম শেখ কাজ কর্ম না করায় বিয়ের পর থেকে তার স্ত্রী সুফিয়ার সাথে ঝগড়া লেগেই থাকত।২০১৩ সালের ২৪ মে ঝগড়ার এক পর্যায়ে সুফিয়াকে বেগমকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে আলম শেখ।পরে ঘরে তালা দিয়ে ছোট ছেলে সাব্বিরকে নিয়ে পালিয়ে যান।প্রতিবেশীরা ঘর থেকে রক্ত বের হওয়া দেখে থানায় খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুফিয়ার মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় সুফিয়ার ভাই হামিদ মণ্ডল বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।