চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের শান্তি সমাবেশ থেকে বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহনের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু চত্বরে শান্তি সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিএনপি নেতাদের প্রতি ভোটে অংশ গ্রহনের আহ্বান জানান।
তিনি বলেন, নৈরাজ্য ছেড়ে, ভোটে আসুন, কে জনপ্রিয় এটা ভোটের মাধ্যমেই প্রমানিত হবে। এসময় তিনি বর্তমান সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় হওয়া বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ।
এর আগে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের সবুজসংঘ মোড়ের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জড়ো হয়ে, মিছিল সহকারে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়