গাছের ছায়ায় বই পড়ার দারুণ ট্রেন্ড

সৌমেশ পাল

১৩ জুলাই, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন

গাছের ছায়ায় বই পড়ার দারুণ ট্রেন্ড

দ্য হিন্দু নিউজপেপারে কিছুদিন আগে এই ছবিটি এবং খবরটি দেখলাম। ছবিটি বাঙ্গালোরের কাবন পার্কের। এখানে এক দারুণ ট্রেন্ড শুরু হয়েছে। চুপচাপ বই পড়ে যাওয়া পড়ন্ত বিকেল পর্যন্ত। অর্থাৎ পড়ার মতো কিছু, যেমন বই, নিউজপেপার এমনকি রিসার্চ পেপার পর্যন্ত এখানে নিয়ে চলে আসা যায়, পছন্দমতো জায়গা বেছে নিয়ে চাদর পেতে বসে বা গাছের ছায়ায় শুয়ে পড়া শুরু করা যায়।

কাগজের বইই হতে হবে, এমন কোনো মানে নেই। কিন্ডেল, ট্যাব, ল্যাপটপও পড়ার মাধ্যম হতে পারে। তবে যাইহোক শব্দ করা চলবে না। অর্থাৎ ফোন ধরা টরা থেকে দূরে থাকতে হবে।

পরিচিত কারো সাথে দেখা হলেও সৌজন্যমূলক কথাও বলা যাবে না। পড়ার সময় পাঁচ ঘন্টা, মাঝে একটা বিরতি আছে সেই সময়ে কথা বলতে পারেন, খাওয়া দাওয়া সেরে নিতে পারেন; তারপর আবার পড়া। চুপচাপ বই পড়ার এই ট্রেন্ড আরোও কিছু শহরে শুরু হয়েছে বাঙ্গালোরের দেখাদেখি।

 নানান ধরনের ট্রেন্ড ভাইরাল হতে দেখেছি আগে। একবার তো সেই "ধর্না দিয়ে বিয়ে"র ট্রেন্ড পর্যন্ত দেখলাম। কখনও কোনো ট্রেন্ডে আগ্রহী হইনি। কিন্তু আজ আগ্রহ হচ্ছে। আমি চাইছি এই ট্রেন্ড ছড়িয়ে পড়ুক দিকে দিকে। আমার কাছাকাছি কোথাও চলে আসুক এই ট্রেন্ড; অন্তত একটা দিন গাছের ছায়ায় অন্য পাঠকদের ভিড়ে হারিয়ে কয়েক পাতা কিছু অক্ষর পড়ে আসি। (সংগৃহীত)।

 




ফিচার - এর আরো খবর

মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

১৩ জুলাই, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন

বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

১৩ জুলাই, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন

ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

১৩ জুলাই, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন

সাহসী নারীর গল্প

সাহসী নারীর গল্প

১৩ জুলাই, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন

গাছের ছায়ায় বই পড়ার দারুণ ট্রেন্ড

গাছের ছায়ায় বই পড়ার দারুণ ট্রেন্ড

১৩ জুলাই, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন