শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বুয়েটের সব শিক্ষার্থীকে দেয়া হবে স্মার্ট আইডি কার্ড

    নিজস্ব প্রতিবেদক

    ১১ ডিসেম্বর, ২০২১ ০৭:১০ অপরাহ্ন

     বুয়েটের সব শিক্ষার্থীকে দেয়া হবে স্মার্ট আইডি কার্ড
    বুয়েট ভিসি

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে একজন শিক্ষার্থীর ‘মুভমেন্ট ট্রেস’ করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    গত বুধবার (৯ ডিসেম্বর) রাতে আবরার ফাহাদ হত্যার রায় ঘোষণার পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান বুয়েট উপাচার্য ।

    তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর ডিজিটাল মনিটরিং ছাড়া সম্ভব নয়। আমাদের কোনো শিক্ষার্থী যেন অকালে ঝড়ে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে তাদের স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে। যদিও বিষয়টি বাস্তবায়ন করতে অনেক অর্থের প্রয়োজন। তবুও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য আমরা এটি বাস্তবায়ন করবো।

    উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, আমাদের শিক্ষার্থীরা কোথায় যাচ্ছেন, রাত ১০টার পর হলের বাইরে যাচ্ছেন কিনা, এক রুমে একাধিক শিক্ষার্থী প্রবেশ করেছে কিনা এই বিষয়গুলো জানতে আমরা শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে। এই কার্ড শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে। এটি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্যই করা হবে।

    তিনি আরও বলেন, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আমার প্রতিটি হলে ‘এক্সেস কন্ট্রোল’ গেট বসাচ্ছি। এর মাধ্যমে কোন হলে কারা প্রবেশ করছে সেটি মনিটরিং করা হবে। শেরেবাংলা হলে সবার আগে এই গেট বসানো হবে। এরপর পর্যায়ক্রমে অন্য হলে এই গেট বসানো হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

     




    সাতদিনের সেরা খবর