সম্প্রতি সাাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন তিনি। পবিত্র হারাম শরিফ থেকেই একটি ভিডিও বার্তায় তিনি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
এসময় মাহি বলেন, আমি ওমরা পালনে পবিত্র হারাম শরিফে অবস্থান করছি। এজন্য অনেকের ফোন রিসিভ করা সম্ভব হচ্ছে না। ফোন হাতে রাখছি না। ইবাদত করতে এসেছি, ইবাদতটা ঠিকমত করতে চাই।
তিনি বলেন, আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটা আঘাত লেগেছে সেটা শুধু আমি আর আমার আল্লাহ জানেন।আজও আমি ভীষণ বিব্রত। নিজেতো ছোট হয়েছিই, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। আপনারা একটু চিন্তা করে দেখবেন-এই ভাষা বা ব্যবহারের প্রতিউত্তর আমার কি দেওয়া উচিত ছিল। আদৌ কোন কিছু বলার ভাষা আমার সেদিন ছিল না। সেজন্যই কোন প্রতিবাদ করিনি। নিজেরমত করে যেভাবে মনে করেছি পাশ কাটিয়ে যাওয়া উচিত, পাশ কাটিয়ে গেছি, চুপ থেকেছি।
তিনি বলেন, এটা দুই বছর আগের একটা ঘটনা ছিল। আমি বরাবর আল্লাহর কাছে বিচার দিয়েছি। যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি তিনি তার রেজাল্ট পেয়েছেন। আলহামদুলিল্লাহ।
মাহি বলেন, আমি এখন মক্কায় হারাম শরিফে আছি। আমি সবসময়ই বলি, আমি যে কষ্ট পেয়েছি, যার মাধ্যমে পেয়েছি সেই রেজাল্টটা তিনি পেয়েছেন-এটা প্রমাণিত। আলহামদুলিল্লাহ।
আমি সাংবাদিকদের কাছে দু:খপ্রকাশের জন্য ভিডিওটা করেছি যে, আমি সবার ফোনকল রিসিভ করতে পারছি না। এ বিষয়টা নিয়ে এখানে কথা বলার মত মানসিকতাও নেই। আপনারা আমার জায়গায় হয়ে চিন্তা করবেন-আমি দোষী নাকি দোষী না।
সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন। আমার কোনো দোষ ছিল না। আমি পরিস্থিতির শিকার। আল্লাহই আমার সাক্ষী।
জানা যায়, ভাইরাল হওয়া অডিওটি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের সঙ্গে মাহির। সেখানে তিনি বিভিন্নভাবে ধর্ষণের হুমকি দেন। এছাড়াও অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন প্রতিমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে তাঁর বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
ভিডিও লিঙ্ক:
https://www.facebook.com/100037724802940/videos/423502315923681/