ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেছেন, প্রতিবছর শীতকাল অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারি মাসে ছিনতাইয়ের ঘটনা বাড়ে। সেই সঙ্গে বাড়ে টানা পার্টির দৌরাত্ম্য। এ জন্য আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। যারা এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে, তাদের সম্পর্কে আরো বেশি তথ্য সংগ্রহ করার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা চাকরি করি মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য।
গতকাল রোববার ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার আটটি ক্রাইম বিভাগের থানা পুলিশকে সতর্ক করে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে করোনার শুরুতেই আমরা ‘ফ্রন্টফাইটা’র হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। যেভাবে পেরেছি সাধ্যমতো দেশের মানুষের সেবা করেছি। মিডিয়ায় তা ব্যাপকভাবে প্রচার হওয়ায় পুলিশ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
মুজিব জন্মশতবর্ষ উদযাপনে নিরাপত্তার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আগামী ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। এ মাসেই উদযাপিত হবে মুজিব জন্মশতবর্ষ। এ জন্য ডিএমপির কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সব থানার উপপুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।