বাস ভাড়া নিয়ে বিশৃংখলা থামছেই না। এবার হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ চালাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শনিবার দ্বিতীয় দিনের মত রাজধানীর সায়েন্স ল্যাবরেটিরি ও ফার্মগেট বিক্ষোভের এক পর্যায়ে বাস ভাংচুরের ঘটনা ঘটেছে।
জানা গেছে, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে মিছিল এবং সড়ক অবরোধ করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, শিক্ষার্থীরা বাস লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারেন। এতে ৫ থেকে ৬টি বাসের জানালার কাঁচ ভেঙে যায়। ওই রাস্তায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে যে বাসগুলো যাওয়ার চেষ্টা করেছে শিক্ষার্থীরা সেগুলো লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দেন।
সকাল সাড়ে ১১টার দিকে একই দাবিতে সরকার বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় শিক্ষার্থীরা একটা বাসের জানালার কাঁচ ভেঙে ফেলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ভাঙচুরের কোনো তথ্য তার জানা নেই।
তিনি বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ বোঝালে আনুমানিক ১৫ মিনিট পরে শিক্ষার্থী ফিরে যান।
শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে গত ১৮ নভেম্বর বিক্ষোভ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা মিছিল এবং সড়ক অবরোধ করেন। নিউ মার্কেট থানা পুলিশ আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। সেদিন তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে শনিবার শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামবেন। তবে এ বিষয়ে কোন সমাধান না হওয়ায় শনিবারও তারা বিক্ষোভে নামেন। শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষের কাছ থেকেও বিভিন্ন রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।