শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বাস ভাংচুর

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ নভেম্বর, ২০২১ ০৩:০৯ অপরাহ্ন

    হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বাস ভাংচুর

    বাস ভাড়া নিয়ে বিশৃংখলা থামছেই না। এবার হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ চালাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শনিবার দ্বিতীয় দিনের মত রাজধানীর সায়েন্স ল্যাবরেটিরি ও ফার্মগেট বিক্ষোভের এক পর্যায়ে বাস ভাংচুরের ঘটনা ঘটেছে।

    জানা গেছে,  শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে মিছিল এবং সড়ক অবরোধ করেন। 

    ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, শিক্ষার্থীরা বাস লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারেন। এতে ৫ থেকে ৬টি বাসের জানালার কাঁচ ভেঙে যায়। ওই রাস্তায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

    ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে যে বাসগুলো যাওয়ার চেষ্টা করেছে শিক্ষার্থীরা সেগুলো লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দেন।

    সকাল সাড়ে ১১টার দিকে একই দাবিতে সরকার বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় শিক্ষার্থীরা একটা বাসের জানালার কাঁচ ভেঙে ফেলেন।

    তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ভাঙচুরের কোনো তথ্য তার জানা নেই।

    তিনি বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ বোঝালে আনুমানিক ১৫ মিনিট পরে শিক্ষার্থী ফিরে যান।

    শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে গত ১৮ নভেম্বর বিক্ষোভ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা মিছিল এবং সড়ক অবরোধ করেন। নিউ মার্কেট থানা পুলিশ আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। সেদিন তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে শনিবার শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামবেন। তবে এ বিষয়ে কোন সমাধান না হওয়ায় শনিবারও তারা বিক্ষোভে নামেন। শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষের কাছ থেকেও বিভিন্ন রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
     




    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২০ নভেম্বর, ২০২১ ০৩:০৯ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২০ নভেম্বর, ২০২১ ০৩:০৯ অপরাহ্ন