জাতীয় রাজস্ব বোর্ড ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল এর জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম ( e-return) , গত ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ হতে করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। e-return সিস্টেমে কার্ড পেমেন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ব্যবহার করে আয়কর পরিশোধের ক্ষেত্রে প্রদেয় ফিস কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে পত্র প্রদান করে। প্রেরিত পত্রের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ১৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ কার্ড পেমেন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্যবহার করে আয়কর পরিশোধের ক্ষেত্রে চার্জ কমিয়ে সার্কুলার জারী করে।
বাংলাদেশ ব্যাংকের পিএসডি সার্কুলার মোতাবেক, বাংলাদেশে ইস্যুকৃত কার্ড ব্যবহার করে ২৫,০০০/ টাকা পর্যন্ত আয়কর পরিশোধের ক্ষেত্রে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি সর্বোচ্চ ২০ টাকা এবং ২৫,০০০ টাকার ঊর্ধ্বে আয়কর পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০/- (পঞ্চাশ) টাকা আদায় করা যাবে। অপরদিকে এমএফএস/পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেনে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি সর্বোচ্চ ৩০ টাকা চার্জ নির্ধারণ করে নির্দেশনা প্রদান করে। এতে করে করদাতাদের আয়কর প্রদানের খরচ কমলো। এখন থেকে করদাতাগণ আরো সহজে এবং অনলাইনে কর প্রদানে অধিক উৎসাহ পাবেন মর্মে জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে।