শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নজিবরকে নিয়ে সাংবাদিক হেলাল উদ্দিনের স্ট্যাটাস

    নজিবরের নির্যাতন থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ অক্টোবর, ২০২৪ ০৭:৫১ পূর্বাহ্ন

    নজিবরের নির্যাতন থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও

    যুবদল নেতা শামীম হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান গ্রেপ্তার ও রিমান্ডে যাওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করে তীব্র ঘৃণামূলক স্ট্যাটাস দিয়েছে সাংবাদিক হেলাল উদ্দিন। তিনি লিখেছেন-

    হায়রে নজিবুর?? কোথায় গেল তোমার দম্ভ ও অহংকার? ক্ষমতার অপব্যবহার ও প্রতিহিংসার চরিতার্থে কত মানুষের ক্ষতি করেছো তুমি?

    আমাকে তুমি মিথ্যা মামলা দিয়ে অন্যায় ভাবে জেলে পাঠিয়ে ছিলে। কত মামলা, কত হয়রানি? যুগান্তর থেকে চাকরিচ্যুতি। গুম অপহরণ করার অপচেষ্টা। শুধু আমি নই তোমার অন্যায় প্রতিহিংসার শিকার হয়ে যমুনা গ্রুপ আজও  ক্ষতিগ্রস্ত।

    আমাকে জেলে পাঠিয়ে হাতকড়া ডান্ডাবেড়ি পরাতে চেয়েছিলে। কিন্তু ব্যর্থ হয়েছিলে। ক্ষমতা খাটিয়ে কেরানিগঞ্জ জেল থেকে পাঁচ দিনের মাথায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠিয়েছিলে। যেখানে শুধু ফাঁসির আসামি, দুর্ধর্ষ আসামিরা থাকে। কি অপরাধ ছিল আমার?

    একজন সাংবাদিক হিসেবে সততার সাথে পেশাগত দায়িত্ব পালন করাই ছিল আমার অপরাধ।  
    অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। তোমার হাতে আজ হাতকড়া।  কুখ্যাত সন্ত্রাসীর মত আদালতে হাজির। তোমার উপর আজ পচা ডিম জুতা নিক্ষেপ করা হয়। ঘৃণা প্রকাশ করা হয়।
    কোথায় গেল তোমার সেই অহংকার আত্মসম্মানবোধ? তখন কেমন ছিল তোমার মানসিক অবস্থা? দুনিয়াতে এমন পাপের শাস্তি?   

    সামনের দিনগুলি হবে দুঃসহ। হাতকড়া পরে হত্যা মামলার আসামি হিসেবে বারবার নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। হাজতখানায় থাকতে হবে।

    হায়রে মহা ক্ষমতাধর সিনিয়র সচিব নজিবুর রহমান। আগামী দিনের এমন অপমান সহ্য করবে কিভাবে? 
    আল্লাহ তোমাকে ধৈর্য শক্তি দিক। মহান আল্লাহতালা সব সময় ন্যায় বিচার করেন।


    উল্লেখ্য, সাবেক এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বছরের ২৮ অক্টোবর পল্টনে যুবদল নেতা শামীম মিয়াকে হত্যার ঘটনায় করা মামলায় সোমবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

    এ বছরের ১৪ সেপ্টেম্বর নিহতের বাবা মো. ইউনুস মিয়া বাদী হয়ে পল্টন থানায় আওয়ামী লীগের শীর্ষনেতা ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ৭০৪ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ১২ হাজার জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
    সোমবার ভোরে রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নজিবুর রহমানকে।


     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর