এবার নির্মাণ কাজ স্বচক্ষে দেখতে ড্রেনে নেমে ব্যাপক আলোচিত হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ড্রেনের মধ্যে নামার একাধিক ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১টা ৬মিনিটে এমন ৫টি ছবি ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এর ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এই ছবি নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। কেন তিনি ড্রেনে নামলেন, আসলেই তার নামা জরুরি ছিল, নাকি আলোচনায় আসতেই এই উদ্যোগ-এ ধরণের নানা প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। তবে কাজের মান নিশ্চিকত করতে মেয়র আতিকুল ইসলাম নিজেই ড্রেনে নেমে পড়েন বলে জানানো হয়েছে।
ফেসবুক পেজে শেয়ার করা পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘জনগণের পয়সায় শহর উন্নয়নের কাজ হয়। জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয় এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ। মেয়র মো. আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতে নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখেন।
জানা গেছে, মেয়র আতিকুল গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে লাউতলা খাল উচ্ছেদ অভিযান পরিদর্শন করতে যান। ওই অভিযানস্থলের কাছেই একটি সড়কে ড্রেন তৈরির কাজ চলছিল। সেই কাজের মান দেখতে নিজেই ড্রেনে নেমে পড়েন তিনি। এরপরই সেই ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।
ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম। এ ছাড়াও উত্তর সিটির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন, মেয়র আতিকুল ইসলাম জনগণের কল্যাণে জনপ্রতিনিধিদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন। মেয়র বলেছেন, শহরের আর একটি জায়গাতেও অপরিকল্পিত নগরায়ণ হতে দেওয়া যাবে না। ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি কাজ হতে হবে পরিকল্পিত।’