শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ১৮ জুন, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

    গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৭ জুন) দুপুরে গোয়ালন্দ উপজেলা সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রোক)।

    “রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি, সাবেক শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এতে পক্ষ এবং বিপক্ষ দুটি দলে ভাগ হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ী দল সহ উপস্থিত শতাধিক শিক্ষার্থীর হাতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ফরিদপুর কার্যালয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ফরিদপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. খালিদ হোসাইন, দেশ সেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার প্রমূখ।

    আলোচনা সভা শেষে উপস্থিত শতাধিক শিক্ষার্থীর মাঝে একটি করে টিফিন বক্স, খাতা, পানির পট, স্কেল, কলম রাখার ঝুড়ি ও জ্যামিতি বক্স প্রদান করা হয়। এছাড়া গোয়ালন্দ উপজেলার নতুন করে গোয়ালন্দ প্রপার হাইস্কুল সহ মোট ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সততা ষ্টোর খুলতে নগদ ৮ হাজার ৮০০ টাকা করে প্রদান করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ জুন, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ন