পদ্মা সেতু দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া রাজধানী ঢাকাগামী পরিবহন ২ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে চলাচল শুরু হলেও সিদ্ধান্ত অমান্য করায় আবারও সকল রুটে বাস ধর্মঘট শুরু হয়েছে। দুপুর ১২টা থেকে রাজবাড়ীর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে সকল প্রকার পরিবহন।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরের পর থেকেই গোল্ডেন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ীর রাবেয়া পরিবহন, সুবর্ণ পরিবহন, সৌহাদ্য পরিবহন, এমএম পরিবহনসহ রাজধানী ঢাকাগামী সকল পরিবহন চলাচল বন্ধ করে দেয় রাজবাড়ী জেলা বাস মালিক সমিতি। এ কারণে ঢাকা গাবতলীতে অবস্থিত সকল কাউন্টার বন্ধ হয়ে যায়। শুক্রবার রাতে রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির অফিসে যৌথ সভায় রাজধানীগামী পরিবহন ও সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে রাজবাড়ী জেলা প্রশাসনের আশ্বসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। শনিবার ঢাকা পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠকের পর গোল্ডেন লাইন পরিবহন চলাচল করার কথা থাকলেও সিদ্ধান্ত অমান্য করে চলাচল করায় সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এতে হঠাৎ করে বাস বন্ধ করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম লিটন বলেন, ‘রাজবাড়ীর কোনো পরিবহন পদ্মা সেতু দিয়ে যেতে দেওয়া হয় না। কিন্তু গোল্ডেন লাইন কেন পদ্মা সেতু দিয়ে যাবে। এ কারণে আমরা পরিবহন চলাচল বন্ধ করে দিই। শুক্রবার রাতে রাজবাড়ীর সকল রুটে ঢাকাগামী পরিবহনসহ সকল প্রকার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ডাক দেওয়া হয়। পরে রাতেই জেলা প্রশাসনের অনুরোধে ও ঈদের আগে যাত্রী হয়রানি লাঘবে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। তবে ঢাকা বাস মালিক সমিতির সঙ্গে বৈঠকে সুরহা না হলে পরবর্তীকালে কর্মসূচি গ্রহণ করার কথা। সিদ্ধান্ত অমান্য করে গোল্ডেন লাইন চলাচল করায় বাস মালিকরা দুপুর ১২টা থেকে রাজবাড়ীর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। পরিবহন দুপুর ২টা থেকে বন্ধ করা হবে।