শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৭ জুন, ২০২৩ ১১:৫১ অপরাহ্ন

    সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

    বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম’র হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে প্রেস ক্লাবের সহ-সভাপতি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম হিরণ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সামাদ মিয়া, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি সোহেল রানা, ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবির হোসেন,জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও ৭১ টিভির প্রতিনিধি মেহেদী হাসান, সময় টিভির প্রতিনিধি আশিকুর রহমান, গ্লোবাল টিভির প্রতিনিধি রবিউল ইসলাম খন্দকার, তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, ডিবিসি টিভির প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, এখন টিভির প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, দৈনিক বাংলার প্রতিনিধি মঈনুল হক মৃধা প্রমুখ।


    মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

    নাদিম একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ -সভাপতির দায়িত্বে ছিলেন। নাদিমের পরিবারের অভিযোগ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন এ হামলা চালিয়েছে। গত বুধবার রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় জামালপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিমকে হত্যাকারী মাহবুবুল আলম বাবু চেয়ারম্যানসহ দোষীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর