শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দীর্ঘ ২০ বছর পর আলো দেখলো রাজবাড়ী ছাত্রদলের ১৩ ইউনিট কমিটি

    রফিকুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি

    ১৭ জুন, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ন

    দীর্ঘ ২০ বছর পর আলো দেখলো রাজবাড়ী ছাত্রদলের ১৩ ইউনিট কমিটি

    রাজবাড়ীতে দীর্ঘ প্রায় ২০ বছর পর এক‌যো‌গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ীর ৫ উপ‌জেলা, ৩‌টি পৌরসভা ও ৫টি ক‌লেজ সহ ১৩ ইউনি‌টের আং‌শিক ক‌মি‌টি ঘোষনা ক‌রে‌ছে জেলা ছাত্রদল।

    শ‌নিবার বিকা‌লে জেলা বিএন‌পির দলীয় কার্যাল‌য়ে আনুষ্ঠা‌নিক ভা‌বে ১৩ ইউনি‌টের সভাপ‌তি ও সাধারন সম্পাদক সহ অন‌্যান‌্যদের হা‌তে অনু‌মো‌দিত ক‌মি‌টির শিট  হস্তান্তর করা হয়।

    এ সময় নেতাকর্মী‌দের স্লোগা‌নে স্লোগা‌নে প্রাণবন্ত হয়ে ও‌ঠে কার্যালয় প্রাঙ্গন। এবং নেতাকর্মীরা একে অপরের সা‌থে ফুলের শু‌ভেচ্ছা বি‌নিময় ও মি‌ষ্টি বিতরণ ক‌রেন।

    পরে বিএন‌পি চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়ার রোগমু‌ক্তি ও দেশ ও জা‌তির মঙ্গল কামনায় দে‌ায়া মোনাজাত করা হয়।
    এরআগে গতকাল (শুক্রবার ১৬ জুন) রা‌তে রাজবাড়ী ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস‌্য স‌চিব শা‌হিনুর রহমান শাহি‌নের যৌথ স্বাক্ষ‌রিত প‌্যা‌ডে এই ১৩ ইউনিটের কমিটির অনু‌মোদন দেওয়া হয়। এ সময় জেলা বিএন‌পি সহ সকল অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

    ক‌মি‌টি‌তে রাজবাড়ী সদরে মোঃ সোহেল প্রামা‌নিক‌কে সভাপ‌তি ও প‌্যা‌রিস হো‌সেন‌কে সাধারন সম্পাদক সহ ৩৯ সদস‌্য, পৌর শাখায় শ‌রিফুল ইসলাম র‌বিন‌কে সভাপ‌তি ও সা‌মি জুবা‌য়ের‌কে সাধারন সম্পাদক সহ ২১ সদস‌্য, রাজবাড়ী সরকারী ক‌লেজ শাখায় মোঃ টোকন মন্ডল‌কে সভাপ‌তি ও রু‌বেল মন্ডল‌কে সাধারন সম্পাদক সহ ১৭ সদস‌্য, গোয়ালন্দ উপ‌জেলায় মোঃ রেজাউল হাসান মিঠু‌কে সভাপ‌তি ও সবুজ সরদার‌কে সাধারন সম্পাদক সহ ২৫ সদস‌্য, পৌর শাখায় আজিজ ইসলাম‌কে সভাপ‌তি ও মুক্তার মাহমুদ‌কে সাধারন সম্পাদক সহ  ১৪ সদস‌্য, গোয়া‌লন্দ কামরুল ইসলাম ক‌লেজ শাখায় রা‌কিবুল ইসলাম র‌কি‌কে সভাপ‌তি ও অর্ক আহ‌ম্মেদ মুক্তার‌কে সাধারন সম্পাদক সহ ১৯ সদস‌্য, কালুখালী উপ‌জেলায় মোঃ জাম‌াল খান‌কে সভাপত‌ি ও  আহাদুজ্জামান সূর্য‌্যকে সাধারন সম্পাদক সহ ২১ সদস‌্য, কালুখালী সরকারী ক‌লেজ শাখায় মোঃ ইমন খন্দকার‌কে সভাপ‌তি ও মোঃ আসিফ মন্ডল‌কে সাধারন সম্পাদক সহ ১৫ সদস‌্য, পাংশা উপ‌জেলায় শ‌ামীম আহ‌ম্মেদ রু‌বেল‌কে সভাপ‌তি ও মোঃ শ‌রিফুল ইসলাম‌কে সাধারন সম্পাদক সহ ২১ সদস‌্য, পৌর শাখায় রা‌শেদুল ইসলাম‌কে সভাপ‌তি ও শিপন ইসলাম‌কে সাধারন সম্পাদক সহ ১৯ সদস‌্য, পাংশ‌া সরকারী ক‌লেজ শাখায় মোঃ জহুরুল ইসলাম‌কে সভাপ‌তি ও আমিরুল ইসলাম‌কে সাধারন সম্পাদক সহ ১৯ সদস‌্য, বা‌লিয়‌াকা‌ন্দি উপ‌জেলায় নাজমুল হো‌সেন‌কে সভাপ‌তি ও রা‌কিব বিল্লাহকে সাধারন সম্পাদক সহ ২১ সদস‌্য, বা‌লিয়াকা‌ন্দি সরকারী ক‌লেজ শাখায় মে‌াঃ রাহাত শেখ‌কে সভাপ‌তি ও মোঃ না‌হিদ‌ হাসান‌কে সাধারন সম্পাদক সহ ১৫ সদস‌্য বি‌শিষ্ট আং‌শিক কমি‌টির অনুমোদন দি‌য়ে‌ছে জেলা শাখা এবং একই সা‌থে সকল ক‌মি‌টি‌কে আগামী তিন সপ্তা‌হের ম‌ধ্যে পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন ক‌রে জেলা ক‌মি‌টি বরাবর জমা দেয়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর