রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে অদ্য ১৬/০৬/২০২৩ তারিখ ২২:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে, এস আই মোহাম্মদ মোজাম্মেল হক, এস আই জাহাঙ্গীর মাতুব্বর ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন গোপাল বাড়ী সাকিনস্থ জনৈক মোঃ আলী সরদার (২০), পিতা-মোঃ ইসলাম সরদার, এর মুদি দোকানের ভিতর হতে আসামী ১। শেখ মনছের (৪১), পিতা-আব্দুল গফুর শেখ, সাং-গোপালবাড়ী, ২। মোঃ আব্দুল করিম (৬১), পিতা-আব্দুল কুদ্দুছ, সাং-রাধাকান্তপুর, ৩। জমসের সরদার (৪৩), পিতা-গুলজার আলী সরদার, সাং-গোপালবাড়ী, ৪। জালাল শেখ (৫৫), পিতা-মৃত সোমের শেখ, সাং-গোপালবাড়ী, ৫। রশিদ শেখ (৬০), পিতা-মৃত রমজান শেখ, সাং-গোপলবাড়ী ৬। মোঃ লোকমান সরদার (৪৭), পিতা-মৃত গড়ান সরদার, সাং-গোপালবাড়ী, ৭। মোঃ আইয়ুব আলী শেখ(৬২), পিতা-মৃত খোয়াজ আলী শেখ, সাং-রাধাকান্তপুর, সর্বথানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদেরকে জুয়া খেলার আসর হতে নগদ ১,৮৯০/-(এক হাজার আটশত নব্বই) টাকা ও বিভিন্ন রংয়ের ০৪(চার) পেটি(বান্ডিল) খেলার তাস, একটি জুয়া খেলার হিসাবের খাতা, দুইটি প্লাস্টিকের বস্তাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।