রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গলে এই পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক রেজাউল হকসহ এসএমসি ও পিটিএ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলমান বিদ্যালয় পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন এবং সেরা মেধাবীদের এগিয়ে নিয়ে নিরলশভাবে কাজ করে যাচ্ছে। ব্যক্তি উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে নানা মুখি উন্নয়ন কাজের পাশাপাশি ওইসব মেধাবীদের মূল্যায়ন পরীক্ষার পর নিয়মিত ভাবে পুরস্কার প্রদান করা হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের মাঝে পাঠ গ্রহণে আগ্রহের সৃষ্টি হয়েছে।