রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ থেকে নাশকতা এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার ডেইজিসহ ১৮ নেতাকর্মী জামিন লাভ করেছেন।
দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোছাঃজাকিয়া পারভীন তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত অন্যরা হলেন মোঃনুরুল ইসলাম,মোঃ মনিরুল শেখ, আলামিন হোসাইন, মোঃমারুফ হোসাইন, মোঃজাকির হোসেন, মোঃ রাসেল শেখ, শহিদ বিশ্বাস, মোঃরবিউল শেখ, মোঃফরহাদ সরদার, মোঃমান্নান মোল্লা, মোঃ আনিস মণ্ডল, মোঃজিয়া সরদার, মোঃমজিদ মোল্লা, মোঃ আমিনুল ইসলাম, মো. মোতাহার মোল্লা, মোঃ ইদ্রিস শেখ ও সিদ্দিকুর রহমান ব্যাপারী।