প্রচণ্ড গরমের কারণে এবার মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে সরকার। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছি। এছাড়া মাধ্যমিকে ক্লাস চালু থাকলেও বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছিল মাউশি থেকে। সর্বশেষ বুধবার আরেক নোটিশে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়।
অর্থাৎসাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো বন্ধ থাকছে। রোববার থেকে খুলবে এসব শিক্ষা প্রতিষ্ঠান।