“ইন্টারনেটে আসক্তির ক্ষতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে দুই দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ -এর উদ্বোধন করা হয়েছে।
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
এর আগে জেলা ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩টি স্টল পরিদর্শন এবং বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন।