রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া এলাকায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন কৃষক লীগ নেতা কর্মীরা।
৪ জুন রোববার উপজেলার বাহির চর দৌলতদিয়ার এলাকায় দরিদ্র কৃষক মান্নান শেখের চল্লিশ শতাংশ জমির পাকা বোরোধান কেটে বাড়িতে পৌছিয়ে দিলেন কৃষক লীগের নেতা-কর্মীরা। কৃষক যখন তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ বছরেও কেন্দ্রীয় কৃষক লীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে।
দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে ধান কাটার কর্মসূচিতে অংশ গ্রহন করেন জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান, আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন বাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি মো হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা, সহসভাপতি আবুল হোসেন প্রামাণিক, মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো মুরাদ হোসেন, আবুল হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আহবায়ক মো আবু বককার খান বলেন, সারা জেলায় দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচি চলছে অব্যহত থাকবে।